আলমডাঙ্গায় অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদে অভিযান
- আপলোড টাইম : ০৯:৩৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের নেতৃত্বে পৌর শহরের আলিফ উদ্দিন রোড, আটাবাজার থেকে হলুদ পট্টি ও কাঁচা বাজারে ফুটপাতের অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ফুটপাতে রাখা দোকানের মালামাল, সাইনবোর্ড, মোটরসাইকেল তাৎক্ষণিক সরিয়ে দেওয়াসহ আগামীতে আর মাল না রাখার জন্য সতর্ক করা হয়। অন্যথায় আগামীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে জানানো হয়।
পাশাপাশি ফুটপাতে থাকা ভ্রাম্যমাণ স্ট্রিট ফুডের দোকানগুলোকে দেওয়া পূর্ব নোটিশ অনুযায়ী গতকাল রোববার থেকে প্রধান সড়কের সকল ভ্রাম্যমাণ দোকান উপজেলা পরিষদের সামনে স্থানান্তরিত করা হয়। একই সাথে টিএসিসির সদস্যবৃন্দ পৌর প্রশাসককে আগামী শুক্র-শনিবার প্রধান সড়কের পশ্চিমাংশ ও আনন্দধাম রোডের দুপাশে মাটি দিয়ে ঢেকে রাখা অংশ উদ্ধারের অনুরোধ করলে তিনি পৌরসভার দায়িত্বরতদের তা পালনে নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি পরিদর্শক মাহফুজ, কনজারভেন্স পরিদর্শক খন্দকার আসাদুল ইসলাম, টিএলসিসির সদস্য মাহবুবুল করিম চঞ্চল, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরন প্রমুখ।