চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৮ টিমকে নগদ অর্থ পুরস্কার
- আপলোড টাইম : ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড ও ড্রিলশেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ৮টায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্স অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। এসময় প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিসেস) মার্ক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। প্যারেড শেষে তিনি সন্তেুাষে প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি ও খুলনা রেঞ্জ ডিআইজির প্রদত্ত বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।
প্যারেড শেষে সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় পুলিশ সুপার অংশগ্রহণকারীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভার বিষয়গুলোর সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। এবং চাহিদার ভিত্তিতে থানা, ক্যাম্প ও ফাঁড়িতে দাপ্তরিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেন। পরবর্তীতে সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ৮টি টিমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান। এছাড়াও জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন) এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।