ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে যুক্ত হলো নতুন পিকআপ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমে গতি আনতে সদর পুলিশ ফাঁড়িতে একটি নতুন পিকআপ সরবরাহ করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এই যানবাহনটি হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠনে পুলিশ সুপার জানান, জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের সীমিত পরিসরের কারণে সেবার মান নিশ্চিত করতে নতুন পিকআপটি সরবরাহ করা হয়েছে। এতে করে পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে যুক্ত হলো নতুন পিকআপ

আপলোড টাইম : ০৯:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমে গতি আনতে সদর পুলিশ ফাঁড়িতে একটি নতুন পিকআপ সরবরাহ করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এই যানবাহনটি হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠনে পুলিশ সুপার জানান, জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের সীমিত পরিসরের কারণে সেবার মান নিশ্চিত করতে নতুন পিকআপটি সরবরাহ করা হয়েছে। এতে করে পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।