দামুড়হুদা উপজেলায় পৃথক ৩টি স্থানে সড়কে গাছ ফেলে গণডাকাতি ও ছিনতাই
বাসের যাত্রী ও পথচারীদের হাত-মুখ বেঁধে নগদ টাকাসহ সর্বস্ব লুট
- আপলোড টাইম : ০৯:৩২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলায় পৃথক ৩টি স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ৩ পিস ইয়াবাসহ আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৩টার দিকে দর্শনা মুজিবনগর সড়কে প্রতিবন্ধী স্কুলের নিকট সড়কে গাছ ফেলে ২ ঘণ্টা ধরে বাস ও পথচারীদের আটকে ডাকাতি করে ডাকাত দল। তারা গোল্ডেন লাইন পরিবহন ও ইজিবাইক যাত্রীদের নিকট থেকে নগদ ৯০-৯৫ হাজার টাকা ডাকাতি করে নেয়। এদের মধ্যে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজারের নিকট থেকে ৫ হাজার ৩৪ টাকা, ৩ যাত্রীর নিকট থেকে ৩৫ হাজার টাকা, এছাড়া নিউ মডার্ন বাসের ৫ জন যাত্রীর নিকট থেকে ২০-২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এছাড়া একই স্থানে এক পথচারীর একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। এছাড়া একই সড়কে একটি ভ্যানের ৫ যাত্রীদের নিকট থেকে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে ভ্যানের যাত্রী মেহেদী হাসান জানান। অপর দিকে, দর্শনা পরানপুর-লোকনাথপুর সড়কের ধাপড়ী মাঠের মধ্যে একদল ছিনতাইকারী ৪ জন পথচারীকে হাতমুখ বেঁধে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনতাই করে নিয়েছে।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে দর্শনা শহর থেকে প্রাণ কোম্পানির ডেলিভারি বয় কাদিপুর গ্রামের জব্বার আলী (২৪) বাড়ি ফিরছিলেন। তিনি পরানপুর-লোকনাথপুর সড়কের ধাপড়ী মাঠের মধ্যে পৌঁছালে একদল ছিনতাইকারী তাকে ধরে হাত-মুখ বেঁধে ১২ হাজার ১৮৫ টাকা, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এসময় ভ্যান চালককে আহত করে ডাকাত দল। এছাড়া তারিনীপুর গ্রামের আসিক (৩০) ও সাব্বির হোসেনের (৩২) নিকট থেকে দুটি বাইসাইকেল ও দুটি ফোন ছিনিয়ে নেয়। অপর দিকে, একই স্থানে এক অজ্ঞাত পথচারীর একটি বাইসাইকেল, কিছু নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে দর্শনা ঈশ^রচন্দ্রপুর গ্রামের মীর মহিউদ্দিন ও তার ছেলে মীর রাজিব বাব-ছেলের দুটি পাখী ভ্যান চুরি হয়ে গেছে বলে জানান মহিউদ্দিন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরলে তার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। কিন্তু ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।