ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

জোরপূর্বক জমি দখল করে ভুট্টা রোপনের পায়তারার অভিযোগ

চুয়াডাঙ্গায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৯:২১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে জোরপূর্বক জমি দখল করে ভুট্টা রোপনের পায়তারা করার প্রতিবাদে ভুক্তভোগী জমি মালিকের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দর্শনা থানার মল্লিকপাড়ার মৃত শামসদ্দিন মহুরীর ছেলে ছাবদার হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাবদার হোসেনের মেয়ে নিলুফার ইয়াসমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দামুড়হুদা থানার অন্তর্গত ৭৩ নম্বর লোকনাথপুর মৌজার জমি আর, এস ১১৭২ নম্বর খতিয়ানভুক্ত এবং খারিজ ৫৩৭০ নম্বর, হোল্ডিং-৪১৫৫ নম্বর খারিজ কেস নম্বর ২৯০৮(ওঢ-ও)/২০১৮-১৯ নম্বর নামজারি কেসের হুকুম মোতাবেক মো. ছাবদার হোসেন নিজ নামে খারিজ করিয়া করাদি আদায়ে স্বত্ববান ও দখলীকার আছেন। কিন্তু দর্শনা থানার পরানপুর গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে মিন্টু ও রহমান, রবগুলের ছেলে লিটন ও আশ্রাফ, ছানোয়ার হোসেনের ছেলে বাবু এবং হাবিল মন্ডলের ছেলে ইন্তা সবাই মিলে ছাবদার হোসেনের ৪.০৪০৮ একর জমির মধ্যে চাষকৃত ৫ বিঘা জমিতে জোরপূর্বক তাহারা ভূট্টা রোপন করিয়াছে এবং উক্ত জমি জবরদখল করিয়া রাখিয়াছে। যদি মো. ছাবদার হোসেন বা তার কোন ওয়ারিশগণ উক্ত জমি ভোগ দখল কিংবা চাষ আবাদ করিতে যায় তাহলে উক্ত সন্ত্রাসী শ্রেণির দখলকারীগণ খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদর্শন করিয়াছে। উল্লেখ্য যে, কিছু কুচক্রী লোকজন বলিতেছে যে, তোর অত্র মাঠে ৪.০৪০৮ একর জমি রয়েছে সে কারণে আমরা বর্তমান ক্ষমতার বলে ৫ বিঘা জমি চাষ আবাদ করিব সময় এখন আমাদের।’
নিলুফার ইয়াসমিন তার লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি আপনাদের নিকট একজন সহজ, সরল, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তির জমি জবর দখল ও জোরপূর্বক উক্ত জমিতে ভূট্টা রোপন করার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর্তনাদ তুলে ধরছি, যেন আমি আইনের কাছে সুবিচার পাই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জোরপূর্বক জমি দখল করে ভুট্টা রোপনের পায়তারার অভিযোগ

চুয়াডাঙ্গায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৯:২১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে জোরপূর্বক জমি দখল করে ভুট্টা রোপনের পায়তারা করার প্রতিবাদে ভুক্তভোগী জমি মালিকের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দর্শনা থানার মল্লিকপাড়ার মৃত শামসদ্দিন মহুরীর ছেলে ছাবদার হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাবদার হোসেনের মেয়ে নিলুফার ইয়াসমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দামুড়হুদা থানার অন্তর্গত ৭৩ নম্বর লোকনাথপুর মৌজার জমি আর, এস ১১৭২ নম্বর খতিয়ানভুক্ত এবং খারিজ ৫৩৭০ নম্বর, হোল্ডিং-৪১৫৫ নম্বর খারিজ কেস নম্বর ২৯০৮(ওঢ-ও)/২০১৮-১৯ নম্বর নামজারি কেসের হুকুম মোতাবেক মো. ছাবদার হোসেন নিজ নামে খারিজ করিয়া করাদি আদায়ে স্বত্ববান ও দখলীকার আছেন। কিন্তু দর্শনা থানার পরানপুর গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে মিন্টু ও রহমান, রবগুলের ছেলে লিটন ও আশ্রাফ, ছানোয়ার হোসেনের ছেলে বাবু এবং হাবিল মন্ডলের ছেলে ইন্তা সবাই মিলে ছাবদার হোসেনের ৪.০৪০৮ একর জমির মধ্যে চাষকৃত ৫ বিঘা জমিতে জোরপূর্বক তাহারা ভূট্টা রোপন করিয়াছে এবং উক্ত জমি জবরদখল করিয়া রাখিয়াছে। যদি মো. ছাবদার হোসেন বা তার কোন ওয়ারিশগণ উক্ত জমি ভোগ দখল কিংবা চাষ আবাদ করিতে যায় তাহলে উক্ত সন্ত্রাসী শ্রেণির দখলকারীগণ খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদর্শন করিয়াছে। উল্লেখ্য যে, কিছু কুচক্রী লোকজন বলিতেছে যে, তোর অত্র মাঠে ৪.০৪০৮ একর জমি রয়েছে সে কারণে আমরা বর্তমান ক্ষমতার বলে ৫ বিঘা জমি চাষ আবাদ করিব সময় এখন আমাদের।’
নিলুফার ইয়াসমিন তার লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি আপনাদের নিকট একজন সহজ, সরল, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তির জমি জবর দখল ও জোরপূর্বক উক্ত জমিতে ভূট্টা রোপন করার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর্তনাদ তুলে ধরছি, যেন আমি আইনের কাছে সুবিচার পাই।’