চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা
‘নেতা-কর্মীদের ঐক্য জেলা বিএনপিকে আরও শক্তিশালী করবে’
- আপলোড টাইম : ০৯:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা জেলা কৃষক দল, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন বিএনপি, জীবননগর উপজেলার যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারাদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানান।
দিনব্যাপী শুভেচ্ছা জানাতে আসা নেতা-কর্মীরা জানান, রাখাল রাজা খ্যাত নেতা শরীফুজ্জামান শরীফের অভিজ্ঞ নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের ঐক্য আরও শক্তিশালী হবে। নেতা-কর্মীরা বলেন, ‘আমরা নেতার নির্দেশে মাঠে আছি। জেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে আমরা জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের প্রতিটি আন্দোলন হবে শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘নেতা-কর্মীদের ভালোবাসা ও সমর্থনে জেলা বিএনপির ঐক্য আরও শক্তিশালী হবে বলে আমি আশা রাখি। নেতা-কর্মীদের এই ভালোবাসা আমার জন্য বড় প্রেরণা। দলকে ঐক্যবদ্ধ রাখতে এবং চুয়াডাঙ্গা জেলার জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বাত্মক চেষ্টা করব।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সদ্য দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, ‘আপনাদের পাশে পেলে জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে পারব। আমাদের উদ্দেশ্য দলের ঐক্য ও গণতন্ত্র রক্ষায় আমাদের নেতা তারেক রহমানের হাতকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী করে তোলা।’