দর্শনায় এক রাতে বাবা-ছেলের দুটি পাখি ভ্যানই চুরি
শেষ সম্বল হারিয়ে দিশেহারা পরিবার, আতঙ্কে এলাকাবাসী
- আপলোড টাইম : ১২:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
দামুড়হুদায় একই রাতে বাবা-ছেলের দুটি পাখি ভ্যান চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা হলেন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত সলেমান মীরের ছেলে মহিউদ্দীন মীর এবং তার ছেলে রাজিব মীর। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। আর এই চুরির ঘটনার পর এলাকাবাসীদের মধ্যেও আতঙ্কের বিরাজ করছে।
জানা গেছে, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের পাখি ভ্যানচালক মহিউদ্দীন মীর এবং তার ছেলে রাজিব মীর প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ভ্যান দুটি চার্জে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, ভ্যান নেই। সকাল থেকেই দর্শনা ও আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করলেও ভ্যানের কোনো সন্ধান পাননি তারা। পরবর্তীতে ভুক্তভোগী বাবা-ছেলে দর্শনা থানা-পুলিশকে বিষয়টি জানান।
এদিকে, দর্শনায় চুরির ঘটনা আগের তুলনায় অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, কয়েক মাস ধরে বাড়িতে বাড়িতে তালা ভেঙে, দরজার গ্রিল ও টিন কেটে চুরি এবং দোকানেও একই ধরনের চুরির ঘটনা ঘটছে। এছাড়া বাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে পাখি ভ্যান, ইজিবাইক, সাইকেল ও মোটরসাইকেলসহ নানা ধরনের মালামাল চুরি হচ্ছে, যা এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়রা প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন।