আলমডাঙ্গা ও দামুড়হুদায় দৈনিক সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই পত্রিকা কখনো পিছপা হয় না
- আপলোড টাইম : ১২:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামুড়হুদায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার রাতে দৈনিক সময়ের সমীকরণের আলমডাঙ্গা ব্যুরো প্রধান হামিদুল আজমের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক সময়ের সমীকরণের আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু।
দৈনিক কুষ্টিয়ার কাগজের আলমডাঙ্গা ব্যুরো প্রধান বশিরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, প্রেসক্লাবের সহসভাপতি রুনু খন্দকার, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সহ-সাংগাঠনিক সম্পাদক বশিরুল আলম, আলমডাঙ্গা পৌর বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক খন্দকার হাসিবুল ইসলাম, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, পরিবেশক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম উলু, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সহ-প্রচার সম্পাদক হাসিবুল হক, পরিবেশক হাসিবুল হক, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আরেফিন মিয়া মিলন বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পরিচিত পত্রিকা। একঝাঁক নবীন-প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে। পাঠক প্রিয়তা পেয়েছে। আমি আলমডাঙ্গা বণিক সমিতির পক্ষ থেকে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি।
প্রধান বক্তা খন্দকার আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষ এখন পত্রিকা বিমুখ হয়ে পড়েছে, তারপরও আমাদের সকলের প্রিয় আজম মামা শুরু থেকে অদ্যাবধি পত্রিকার সাথে আছে, সাথে আছে বলে নয়, সে এই বয়সে যেভাবে রাতদিন পরিশ্রম করে নিউজ কালেকশন করে পাঠায় তাতে আমরা মুগ্ধ। আমি পত্রিকার সফলতা কামনা করছি। তবে এখন সকলে ফেসবুকে জাতীয় এবং স্থানীয় পত্রিকার অনলাইন সংস্করণ পেয়ে যাওয়ায় সকলে ফেসবুকের ওপর ঝুকে পড়েছে। যে কারণে প্রত্যেক পত্রিকা এখন অনলাইন সংস্করণ করছে। সমীকরণও করেছে।
অনুষ্ঠানের সভাপতি হামিদুল আজম অতিথিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা শত ব্যাস্তার মাঝেও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠানে এসে আমাদের সমৃদ্ধ করেছেন। সমীকরণের সফলতা কামনা করেছেন। আমি আগেই বলেছি, সমীকরণের সাথে আমার আত্মার সম্পর্ক।
এদিকে, দামুড়হুদায় দৈনিক সময়ের সমীকরণের ১০ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমার সব থেকে ভালো লেগেছে ‘সময়ের সমীকরণ’ নামটি। আমি দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে এই পত্রিকার সাংবাদিকরা ভিডিও ফুটেজ তৈরি করে সময়ের সমীকরণ পেজে আপলোড করেছিলেন। যা তাদের সাহসিকতার পরিচয় স্পষ্ট করেছে। তখনই আমার বিশ্বাস জন্মেছে ‘দৈনিক সময়ের সমীকরণ’ একটি ভালো পত্রিকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে এরা পিছপা হয় না। সাহসিকতার সঙ্গে এই পত্রিকার সংশ্লিষ্ট সকল সাংবাদিকবৃন্দ এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি। আমরা আছি আপনাদের সাথে সব সময়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, সদস্য হাবিবুর রহমান হবি, খালেকুজ্জামান, হেলাল উদ্দিন, হাতেম আলি, সাফায়েতুল্লাহসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।