চুয়াডাঙ্গায় নেতা-কর্মীদের অব্যাহত শুভেচ্ছায় সিক্ত শরীফুজ্জামান
সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- আপলোড টাইম : ১২:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর শরীফুজ্জামান শরীফকে অব্যাহতভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানান।
এসময় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত এই নেতা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমাদের আদর্শ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি জনগণের পাশে থেকে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাকে দলের প্রতি আরও দায়িত্বশীল করেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা আমাকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।’
শরীফুজ্জামান বলেন, ‘আমি জেলা বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করছি। একই সঙ্গে ঐক্য, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দলের উদ্দেশ্য বাস্তবায়নের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
এছাড়াও গতকাল জেলা বিএনপির জনপ্রিয় ও আলোচিত এই নেতাকে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চাদ আলী, আনোয়ার জাহীদ, আলী কদর, হফিজুল ইসলাম, অসিত কুমার, মামুন উর রশিদ, ইখতার আলী, গোলাম মোস্তফা, জসিম উদ্দীন, আরজান আলী, ফরহাদ হোসেন, সাইদুর ও কছিমদ্দীন। এছাড়াও চুয়াডাঙ্গা স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি শহিদ আলী, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আমীর, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ সুজন শেখ, প্রচার সম্পাদক সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপির এই নেতাকে শুভেচ্ছা প্রদানকালে তাঁর রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক আজিজুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের পর অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের ভোটে সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শরীফুজ্জামান শরীফ। এরপর থেকে অব্যাহতভাবে হাজার হাজার নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অব্যাহতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।