ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় নিসচার উদ্যোগে রোড মার্কিং কর্মসূচি পালন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উদ্যোগে চুয়াডাঙ্গায় শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী পারাপার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড মার্কিং ও জেব্রা ক্রসিং অঙ্কন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে স্বার্থে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিটি সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর। এসময় শহরের চলাচলকারী পথচারীদের উদ্দেশ্যে সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘চিহ্নিত করা স্থান অতিক্রমের সময় এবং চিহ্নিত করা স্থান দিয়ে পথচারী পারাপার হলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। পথচারীদের ট্র্যাফিক আইন মেনে নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হলে দুর্ঘটনা রোধ করা যাবে।’ এসময় তিনি বিভিন্ন যানের চালকদের সতর্ক করে ট্র্যাফিক আইন মেনে চলাচলের অনুরোধ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাইয়ের সহসভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার ও কামরুজ্জামান সেলিম, বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য পিন্টু মাস্টার, ইন্তাজুল ইসলাম, টিএসআই মোহা. ইউনুচ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় নিসচার উদ্যোগে রোড মার্কিং কর্মসূচি পালন

আপলোড টাইম : ১২:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উদ্যোগে চুয়াডাঙ্গায় শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী পারাপার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড মার্কিং ও জেব্রা ক্রসিং অঙ্কন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে স্বার্থে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিটি সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর। এসময় শহরের চলাচলকারী পথচারীদের উদ্দেশ্যে সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘চিহ্নিত করা স্থান অতিক্রমের সময় এবং চিহ্নিত করা স্থান দিয়ে পথচারী পারাপার হলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। পথচারীদের ট্র্যাফিক আইন মেনে নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হলে দুর্ঘটনা রোধ করা যাবে।’ এসময় তিনি বিভিন্ন যানের চালকদের সতর্ক করে ট্র্যাফিক আইন মেনে চলাচলের অনুরোধ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাইয়ের সহসভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার ও কামরুজ্জামান সেলিম, বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য পিন্টু মাস্টার, ইন্তাজুল ইসলাম, টিএসআই মোহা. ইউনুচ প্রমুখ।