ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

২ ঘণ্টা ধরে অঙ্কিত জেব্রা ক্রসিং এক ঘণ্টায় নিশ্চিহ্ন

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সমালোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় আইনজীবী ভবনের সামনে ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে পথচারীদের নিরাপদে পারারের জন্য অঙ্কিত রোড মার্কিং ও জেব্রা ক্রসিং এক ঘণ্টার মধ্যেই উঠে গেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই সড়কে বিভিন্ন যান থামিয়ে রোড মার্কিং ও জেব্রা ক্রসিং আঁকা হয়। তবে কার্যক্রমটি সম্পূর্ণরূপে বিফল হয়েছে, কারণ আঁকার এক ঘণ্টার মধ্যেই জেব্রা ক্রসিংয়ের পেইন্ট উঠে যেতে শুরু করে এবং সন্ধ্যার মধ্যে তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।

জানা গেছে, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পথচারীদের নিরাপদ পারাপার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই জেব্রা ক্রসিং ও রোড মার্কিং অঙ্কিত করা হয়। তবে অঙ্কনের এক ঘণ্টার মধ্যেই তা উঠে যেতে শুরু করলে স্থানীয় ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কোর্ট মোড় এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, ‘এটি সম্পূর্ণ অব্যবস্থাপনার ফল। নিম্নমানের রং ব্যবহার করার কারণে কাজটি দীর্ঘস্থায়ী হয়নি। এতে শুধু অর্থের অপচয় হলো তা নয়, জনসচেতনতার বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছে।’

আরেক পথচারী বলেন, ‘যেখানে রাস্তায় সঠিক জেব্রা ক্রসিং থাকার কথা, সেখানে এমন অদক্ষতার কারণে মানুষ আরও ঝুঁকির মুখে পড়ছে। আশ্চর্যের বিষয় যে, জেব্রা ক্রসিং ও রোড মার্কিং অঙ্কনের সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে এই জেব্রা ক্রসিং আঁকা হলেও এক ঘণ্টার মধ্যেই তা উঠতে শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তা নিশ্চিহ্ন হয়ে গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

২ ঘণ্টা ধরে অঙ্কিত জেব্রা ক্রসিং এক ঘণ্টায় নিশ্চিহ্ন

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সমালোচনা

আপলোড টাইম : ১২:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় আইনজীবী ভবনের সামনে ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে পথচারীদের নিরাপদে পারারের জন্য অঙ্কিত রোড মার্কিং ও জেব্রা ক্রসিং এক ঘণ্টার মধ্যেই উঠে গেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই সড়কে বিভিন্ন যান থামিয়ে রোড মার্কিং ও জেব্রা ক্রসিং আঁকা হয়। তবে কার্যক্রমটি সম্পূর্ণরূপে বিফল হয়েছে, কারণ আঁকার এক ঘণ্টার মধ্যেই জেব্রা ক্রসিংয়ের পেইন্ট উঠে যেতে শুরু করে এবং সন্ধ্যার মধ্যে তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।

জানা গেছে, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পথচারীদের নিরাপদ পারাপার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই জেব্রা ক্রসিং ও রোড মার্কিং অঙ্কিত করা হয়। তবে অঙ্কনের এক ঘণ্টার মধ্যেই তা উঠে যেতে শুরু করলে স্থানীয় ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কোর্ট মোড় এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, ‘এটি সম্পূর্ণ অব্যবস্থাপনার ফল। নিম্নমানের রং ব্যবহার করার কারণে কাজটি দীর্ঘস্থায়ী হয়নি। এতে শুধু অর্থের অপচয় হলো তা নয়, জনসচেতনতার বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছে।’

আরেক পথচারী বলেন, ‘যেখানে রাস্তায় সঠিক জেব্রা ক্রসিং থাকার কথা, সেখানে এমন অদক্ষতার কারণে মানুষ আরও ঝুঁকির মুখে পড়ছে। আশ্চর্যের বিষয় যে, জেব্রা ক্রসিং ও রোড মার্কিং অঙ্কনের সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে এই জেব্রা ক্রসিং আঁকা হলেও এক ঘণ্টার মধ্যেই তা উঠতে শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তা নিশ্চিহ্ন হয়ে গেছে।