দর্শনার ধাপড়ী মাঠে ছিনতাইকারীদের হানা
৪ পথচারীর হাত-মুখ বেঁধে লক্ষাধিক টাকার মালামাল লুট
- আপলোড টাইম : ১২:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কের ধাপড়ী মাঠের মধ্যে ছিনতাইকারী ৪ জন পথচারীকে হাত-মুখ বেঁধে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে দর্শনা শহর থেকে প্রাণ কোম্পানির ডেলিভারি বয় কাদিপুর গ্রামের জব্বার আলী (২৪) বাড়ি ফিরছিলেন। তিনি পরানপুর-লোকনাথপুর সড়কের ধাপড়ী মাঠে পৌঁছালে ছিনতাইকারী তাকে ধরে হাত-মুখ বেঁধে ১২ হাজার ১৮৫ টাকা, তার বাইসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এছাড়া তারিনীপুর গ্রামের আসিক (৩০) ও সাব্বির হোসেনের (৩২) নিকট থেকে দুটি বাইসাইকেল, দুটি ফোন ছিনিয়ে নেয়। একই সময় সেখানে এক অজ্ঞাত এক পথচারীর বাইসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয় তারা। এ বিষয় দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, ওই এরিয়া আমার ভেতর নয়। দামুড়হুদা থানার এরিয়ার মধ্যে পড়ে। এ বিষয় দামুড়হুদা থানার অফিসার ইনর্চাজ (ওসি) হুমায়ন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, কখন হয়েছে? আমি এখনিই টহল দল পাঠাচ্ছি।