ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

দর্শনায় ড্রেন নির্মাণে গ্রামবাসীর সাথে মতবিনিময়

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৩:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

দর্শনার পরানপুর পুরাতন ঈদগাঁহ থেকে আইনালের বটতলা পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য পৌরসভা কর্তৃপক্ষ গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক কে এম তাসফিকুর রহমান। তিনি পরানপুর গ্রামের পয়োনিষ্কাশনের বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এছাড়া ড্রেন নির্মাণের জন্য পরানপুর গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন। আর সড়কের পাশের জায়গায় থাকা সকল প্রকার স্থাপনা, বেড়া ও প্রাচীর সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দিয়ে ড্রেন নির্মাণের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
জানা গেছে, গোপালখালী খাল ধাপাড়ী মাঠ থেকে পরানপুর পুরাতন ঈদগাঁহ পর্যন্ত ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার ড্রেন নির্মাণ কাজ প্রায় শেষের পথে। পরানপুর পুরাতন ঈদগাঁহ থেকে আইনালের বটতলা পর্যন্ত আরও ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৩৯০ মিটার ড্রেন নির্মাণের বরাদ্দ হয়েছে। ফলে সড়কের পাশের জায়গায় থাকা সকল প্রকার স্থাপনা, বেড়া ও প্রাচীর সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন দর্শনা পৌর কর্তৃপক্ষ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌরসভার হিসাবরক্ষক সরোয়ার হোসেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, পরানপুর গ্রামের মাতব্বর সোলাইমান হক, ফরজ আলী, মহসিন আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক সদস্য জালাল উদ্দিন লিটন ও জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর কর্মকর্তা হারুন অর রশিদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় ড্রেন নির্মাণে গ্রামবাসীর সাথে মতবিনিময়

আপলোড টাইম : ০৩:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

দর্শনার পরানপুর পুরাতন ঈদগাঁহ থেকে আইনালের বটতলা পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য পৌরসভা কর্তৃপক্ষ গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক কে এম তাসফিকুর রহমান। তিনি পরানপুর গ্রামের পয়োনিষ্কাশনের বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এছাড়া ড্রেন নির্মাণের জন্য পরানপুর গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন। আর সড়কের পাশের জায়গায় থাকা সকল প্রকার স্থাপনা, বেড়া ও প্রাচীর সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দিয়ে ড্রেন নির্মাণের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
জানা গেছে, গোপালখালী খাল ধাপাড়ী মাঠ থেকে পরানপুর পুরাতন ঈদগাঁহ পর্যন্ত ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার ড্রেন নির্মাণ কাজ প্রায় শেষের পথে। পরানপুর পুরাতন ঈদগাঁহ থেকে আইনালের বটতলা পর্যন্ত আরও ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৩৯০ মিটার ড্রেন নির্মাণের বরাদ্দ হয়েছে। ফলে সড়কের পাশের জায়গায় থাকা সকল প্রকার স্থাপনা, বেড়া ও প্রাচীর সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন দর্শনা পৌর কর্তৃপক্ষ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌরসভার হিসাবরক্ষক সরোয়ার হোসেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, পরানপুর গ্রামের মাতব্বর সোলাইমান হক, ফরজ আলী, মহসিন আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক সদস্য জালাল উদ্দিন লিটন ও জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর কর্মকর্তা হারুন অর রশিদ।