দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অবৈধ বাঁধ ও চায়না ম্যাজিক জাল অপসারণ
- আপলোড টাইম : ০৩:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ১৭ বার পড়া হয়েছে
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বাঁধ ও ম্যাজিক জাল অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে মাথাভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৩টি অবৈধ বাঁধ অপসারণ, ১০টি চায়না দুয়ারি জাল ও দুটি সুতি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে। দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর, রঘুনাথপুর, সুবলপুর, গোবিন্দপুর, গলাইদড়ি, জিরাটসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার ফারুক মহলদার, উপজেলা ভূমি অফিসের সহকারী আরিফ উদ্দীন, দামুড়হুদা মডেল থানার এএসআই রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান অভিযান শেষে সাংবাদিকদের জানান, মাথাভাঙ্গা নদীতে কিছু অসাধু ব্যক্তি আড়াআড়িভাবে বাঁধ দিয়ে রেখেছিল। এর পরিপ্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসারকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে নদী থেকে চায়না ম্যাজিক জাল ও বাঁধ অপসারণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে। পরবর্তীতে এই কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকলে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।