ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ১০ কেজি ভারতীয় রুপা জব্দ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলা থেকে ১০ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর থানার অন্তর্গত ইছাখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এই রুপা জব্দ করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মেহেরপুর সদর থানার অন্তর্গত ইছাখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে রুপা পাচার করা হবে মর্মে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলী এবং ইছাখালি বিওপি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ১২২/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালি গ্রামের বটতলা নামক স্থানে অ্যাম্বুশ করে। বেলা একটার ৪০ মিনিটে একজন চোরাকারবারি ভারত হতে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে। টহল দলের ধাওয়া খেয়ে চোরাকারবারি তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি বাংলাদেশের পার্শ্বে আখখেতের মধ্যে ফেলে দিয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগ জব্দ করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টহল দল ব্যাগটির ভেতর থেকে স্কসটেপ দ্বারা মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে ১০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুবেদার মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করত আটককৃত ভারতীয় দানাদার রুপা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে ১০ কেজি ভারতীয় রুপা জব্দ

আপলোড টাইম : ০৩:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

মেহেরপুর সদর উপজেলা থেকে ১০ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর থানার অন্তর্গত ইছাখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এই রুপা জব্দ করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মেহেরপুর সদর থানার অন্তর্গত ইছাখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে রুপা পাচার করা হবে মর্মে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলী এবং ইছাখালি বিওপি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ১২২/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালি গ্রামের বটতলা নামক স্থানে অ্যাম্বুশ করে। বেলা একটার ৪০ মিনিটে একজন চোরাকারবারি ভারত হতে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে। টহল দলের ধাওয়া খেয়ে চোরাকারবারি তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি বাংলাদেশের পার্শ্বে আখখেতের মধ্যে ফেলে দিয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগ জব্দ করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টহল দল ব্যাগটির ভেতর থেকে স্কসটেপ দ্বারা মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে ১০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুবেদার মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করত আটককৃত ভারতীয় দানাদার রুপা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।