জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি আব্দুল হামিদ ও সম্পাদক মতিয়ার
- আপলোড টাইম : ০৩:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ১৫ বার পড়া হয়েছে
জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দত্তনগরের কুশাডাঙ্গা বটতলায় এ সম্মেলনের আয়োজন করা হয়। জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির সহসভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে অতিথি ছিলেন মহেশপুর উপজেলা আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জীবননগরের আড়ৎ ব্যবসায়ী মিজানুর রহমান, আবু তালেব মিয়া, শেখ জয়নাল আবেদীন, রেজাউল হক, আবুল শিকদার ও আব্দুল হান্নান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জীবননগর বাজারের বিশিষ্ট আড়ৎ ব্যবসায়ী নাসির উদ্দীন মল্লিক।
ত্রিবার্ষিক সম্মেলনে সমিতির কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং আব্দুল হামিদকে সভাপতি ও মতিয়ার রহমান মল্লিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি আব্দুল হামিদ।