মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপলোড টাইম : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
প্রতিবেদক, মেহেরপুর সদর:
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহে স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহসিন আলী আঙ্গুরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আলিবদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফয়েজ মোহম্মদ।
বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আব্দুল মালেক, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মাহমুদা খানম সিদ্দিকা, সহকারী অধ্যাপক গোলাম সরোয়ার বিশ্বাস। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, লোকগান, দেশগান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও শহিদের স্মরণে বিভিন্ন ইভেন্টে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুতে ১৯৭১ সালে ও ২০২৪ সালে দেশের জন্য যে সকল মুক্তিযোদ্ধা ও ছাত্র-ছাত্রীরা জীবন দিয়েছেন সেই তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।