ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় রায় বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর সদর:
মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় তসলেম উদ্দীন (৬০) নামের এক বৃদ্ধর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর আলাউদ্দিনের ৪ বছর বয়সী শিশুকন্যা বাড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি ঘাসের খেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে একটি মামলা দায়ের করেন।
বিচারক দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ধারায় তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকেয়া খাতুন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম। রায় সন্তোষজনক বলে বলে জানান বাদী পক্ষের পরিবার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় রায় বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

আপলোড টাইম : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

প্রতিবেদক, মেহেরপুর সদর:
মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় তসলেম উদ্দীন (৬০) নামের এক বৃদ্ধর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর আলাউদ্দিনের ৪ বছর বয়সী শিশুকন্যা বাড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি ঘাসের খেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে একটি মামলা দায়ের করেন।
বিচারক দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ধারায় তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকেয়া খাতুন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম। রায় সন্তোষজনক বলে বলে জানান বাদী পক্ষের পরিবার।