দর্শনার জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
- আপলোড টাইম : ০২:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
দর্শনার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তিনি বলেন, ‘আজকের এই ছোট ছোট সোনামনিরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। আমরা তাদে বিদায় দেওয়ার কথা বলব না, বরং সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার কথা বলব। তাই ভাষাটা একটু বেদনাদায়ক। যদিও শিশুকালের শিক্ষাজীবন একটা আনন্দদায়ক। আজকের ছোট ছোট শিক্ষার্থীরা প্রাথমিক গণ্ডি পেরিয়ে মাধ্যমিকের গণ্ডিতে অবস্থান করবে। আবার এক সময় মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডিতে পা রাখবে। এক সময় এই সোনামনিরায় দেশের হাল ধরবে এবং এক সময় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যেয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা সুবর্ণা রানী। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা নাজনিন নাহার, আঁখি বানু ও রাবিয়া খাতুনসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।