জীবননগরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০২:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ১৭ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলা প্রশাসন আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপনে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মকবুল হাসান, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ জুয়েল, উপজেলা বন সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল, জীবননগর থানা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন প্রমুখ।