ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে বিভিন্ন স্থানে স্মরণ সভা
সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার প্রত্যয়
- আপলোড টাইম : ০২:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও ঝিনাইদহের মহেশপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভিন্ন আয়োজেন পৃথক সময়ে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে চুয়াডাঙ্গায় ‘স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিবুল আলম সভায় সভাপতিত্ব করেন।
স্মরণ সভায় বক্তব্য দেন শহীদ শুভোর বাবা আবু সাইদ, আহত সাইফের মা সুরাইয়া মালিক, আহত ছাত্রী খুশবু, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ। সভা শেষে জুলাই-আগস্টে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি জহুরুল ইসলাম।
এদিকে, আলমডাঙ্গায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, শহীদ রায়হান বিশ্বাসের পত্নী জান্নাতুল ফেরদৌস, মাসুদের পরিবারের সদস্য আবু মাসুদ, মোহাম্মদ পারভেজ আলী, আসিফ আলির পরিবারের সদস্য হাবিবুর রহমান মোহন, হামিদুল ইসলাম, মোহাম্মদ জিহাদ, ওবায়দুল্লাহ, মশিউর রহমান, শফিউল ইসলাম, হারুন অর রশিদ, মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ হামজা, লিখন আলী, মেহেদী হাসান আসিফ, সলিম হোসেন আসবানা ছবি বিদ হোসেন, সলিমিন হোসেন, মাহফুজ হোসেন, সাই সানিক প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন, সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ ও সুন্দর সমাজ গড়তে পারি। শেষে শহিদ ও আহতদের স্মরণ করে তাদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
অপর দিকে, দামুড়হুদায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্যসচিব সাফফাতুল ইসলাম, দর্শনার সমন্বয়ক রিঙ্কু আক্তার, নিশাত তামান্না, তানভীর রহমান, সোহান ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিমেল, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল গফুর, জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখার সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না। যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। বক্তারা আরও বলেন, যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, দুঃখ-কষ্ট ভোগ করেছে এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ ও সুন্দর সমাজ গড়তে পারি। শেষে শহিদ ও আহতদের স্মরণ করে তাদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দর্শনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজের কলা ভবনের দ্বিতীয় তলায় দর্শনা সরকারি কলেজের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দর্শনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আনিছুর রহমানের সভাপতিত্বি প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলনে এবং গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জীবন দিয়েছে এবং আহত হয়েছে। তাদের প্রতি গভীর সমবেদনা। ১৯৪৭ সাল থেকে যে সকল আন্দোলন-সংগ্রাম হয়েছে, প্রতিটি আন্দোলন-সংগ্রাম ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়ে বিজয়ী হয়েছে। ১৯৫২ সালের ভাষার জন্য এ দেশের ছাত্ররা তাদের বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা রক্ষা করেছে। এছাড়া ১৯৬৬ এর ৬ দফা ৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের ৯ মাস স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি বাংলাদেশ, একটি স্বাধীন পতাকা ও সার্বভৌমত্ব পেয়েছি। ১৯৯০ সালে স্বৈরাচার সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছিলাম। আবারও দীর্ঘ ১৬ বছর ধরে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল সংগ্রাম করে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকার তাড়িয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্রগঠনে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী প্রভাষক মফিজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনিক, কলেজ ছাত্রদলের নেতা পলাশ, কলেজ ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিক হুসাইন বাঁধন, অনার্স ১ম বর্ষের ছাত্র আমির হামজা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনিকা বুসরা। দোয়া পরিচালনা করেন দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে প্রভাষক কাইয়ুম জাহান।
এদিকে, ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসনের উদ্যাগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, মহেশপুর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম, মহেশপুর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দীক, গণঅধিকার পরিষদের সভাপতি আল শোয়াইব মিরাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য হামিদুর রহমান রানা, নাহিদ হাসান, নিয়ল খান রুদ্র, এনামুল ইসলাম, নুর আলম তরফদার হিরো, মেহেদী হাসান রকি, মামুনুর রহমান প্রমুখ। পরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।