ইপেপার । আজ শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

জীবননগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, শিশুসহ আহত ৪

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে

জীবননগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল চারটার দিকে উপজেলার বাড়ান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত মুনসুর আলী।
জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী মাঠপাড়ার মৃত রবিউল কবিরাজের ছেলে মুনসুর আলীর সঙ্গে একই গ্রামের মৃত সুলতান কবিরাজের ছেলে জমির আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বিকেলে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মুনসুর আলীসহ তার পরিবারে শিশু ও নারীসহ চারজন আহত হন।
লিখিত অভিযোগে মুনসুর আলী উল্লেখ করেন, গতকাল বিকেল চারটার দিকে একই গ্রামের জমির আলী তার ছেলে মাজেদুল, স্ত্রী মাজেদা খাতুন ও মেয়ে শান্তনা খাতুন এক জোট হয়ে তাদের বাড়িতে লাঠিসোঁটা, লোহার রড এবং হাসুয়া নিয়ে হামলা চালায়। এসময় তারা মুনসুরকে মারধর করে। সে সময় তার মা ফাতেমা, স্ত্রী রেখা খাতুন বাধা দিতে গেলে তাদেরও মারধর করে গুরুতর আহত করে। এমসয় তার শিশু কন্যা রিয়াকেও পিটিয়ে আহত করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে লোকমুখে শুনেছি। তবে কেউ আমার কাছে অভিযোগ করেনি। তবে শুনেছি, মুনসুর আলী থানায় মামলা করেছেন।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, শিশুসহ আহত ৪

আপলোড টাইম : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

জীবননগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল চারটার দিকে উপজেলার বাড়ান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত মুনসুর আলী।
জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী মাঠপাড়ার মৃত রবিউল কবিরাজের ছেলে মুনসুর আলীর সঙ্গে একই গ্রামের মৃত সুলতান কবিরাজের ছেলে জমির আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বিকেলে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মুনসুর আলীসহ তার পরিবারে শিশু ও নারীসহ চারজন আহত হন।
লিখিত অভিযোগে মুনসুর আলী উল্লেখ করেন, গতকাল বিকেল চারটার দিকে একই গ্রামের জমির আলী তার ছেলে মাজেদুল, স্ত্রী মাজেদা খাতুন ও মেয়ে শান্তনা খাতুন এক জোট হয়ে তাদের বাড়িতে লাঠিসোঁটা, লোহার রড এবং হাসুয়া নিয়ে হামলা চালায়। এসময় তারা মুনসুরকে মারধর করে। সে সময় তার মা ফাতেমা, স্ত্রী রেখা খাতুন বাধা দিতে গেলে তাদেরও মারধর করে গুরুতর আহত করে। এমসয় তার শিশু কন্যা রিয়াকেও পিটিয়ে আহত করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে লোকমুখে শুনেছি। তবে কেউ আমার কাছে অভিযোগ করেনি। তবে শুনেছি, মুনসুর আলী থানায় মামলা করেছেন।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’