ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

নেহালপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমির রুহুল আমিন

বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেহালপুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় হিজলগাড়ী স্কুলমাঠে নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির আরাফাত রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই জাতির বুকের ওপর চেপে থাকা জগদল পাথরের মতো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যাসহ জামায়াত ও ছাত্রশিবিরের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। সর্বশেষ জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে। আমরা আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রেখে সকল পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করেছিলাম। যারা এই দেশে থেকে জামায়াত-শিবিরকে বিতাড়িত করতে চেয়েছিল, আজ তারাই এই দেশ ছাড়া। এটাই আল্লাহর বিচার। জামায়াতে ইসলামী আদর্শের ব্যাপারে আপসহীন। আগামীতে এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে শেখ হাসিনার থেকেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি জামায়াত ইসলামীর প্রতিটি নেতা-কর্মীকে আদর্শের বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মহাসিন আলী, জামায়াতের জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি মাহাবুর রহমান টুকু।

এছাড়া বক্তব্য দেন নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি লিটন মল্লিক, তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাফিজ মাস্টার, ওলামা মাশায়েখ নেহালপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইকরামুল হক বেলালী, মসজিদ মিশন নেহালপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ লোকমান হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান গনি, হিজলগাড়ী বাজারের ব্যবসায়ী ও জামায়াত নেতা হাজী নুরুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক নেতা মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম, মাজাহারুল ইসলাম, দর্শনা থানা জামায়াতের অফিস সম্পাদক আমিনুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেন, গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান, হাউলী ইউনিয়ন আমির ওবাইদুল্লাহ, নেহালপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সোহেল রানা, সাবেক শিবির নেতা মাহাবুব হোসেন, নেহালপুর ইউনিয়ন জামায়াত নেতা ছানোয়ার হোসেন, আব্দুস সামাদ, আলামিন হোসেন, তাওহিদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নেহালপুর ইউনিয়ন জামায়াতের নেতা ডা. এরফান আলী লাল্টু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

নেহালপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমির রুহুল আমিন

বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান

আপলোড টাইম : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেহালপুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় হিজলগাড়ী স্কুলমাঠে নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির আরাফাত রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই জাতির বুকের ওপর চেপে থাকা জগদল পাথরের মতো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যাসহ জামায়াত ও ছাত্রশিবিরের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। সর্বশেষ জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে। আমরা আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রেখে সকল পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করেছিলাম। যারা এই দেশে থেকে জামায়াত-শিবিরকে বিতাড়িত করতে চেয়েছিল, আজ তারাই এই দেশ ছাড়া। এটাই আল্লাহর বিচার। জামায়াতে ইসলামী আদর্শের ব্যাপারে আপসহীন। আগামীতে এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে শেখ হাসিনার থেকেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি জামায়াত ইসলামীর প্রতিটি নেতা-কর্মীকে আদর্শের বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মহাসিন আলী, জামায়াতের জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি মাহাবুর রহমান টুকু।

এছাড়া বক্তব্য দেন নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি লিটন মল্লিক, তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাফিজ মাস্টার, ওলামা মাশায়েখ নেহালপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইকরামুল হক বেলালী, মসজিদ মিশন নেহালপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ লোকমান হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান গনি, হিজলগাড়ী বাজারের ব্যবসায়ী ও জামায়াত নেতা হাজী নুরুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক নেতা মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম, মাজাহারুল ইসলাম, দর্শনা থানা জামায়াতের অফিস সম্পাদক আমিনুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেন, গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান, হাউলী ইউনিয়ন আমির ওবাইদুল্লাহ, নেহালপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সোহেল রানা, সাবেক শিবির নেতা মাহাবুব হোসেন, নেহালপুর ইউনিয়ন জামায়াত নেতা ছানোয়ার হোসেন, আব্দুস সামাদ, আলামিন হোসেন, তাওহিদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নেহালপুর ইউনিয়ন জামায়াতের নেতা ডা. এরফান আলী লাল্টু।