আলমডাঙ্গায় তাফসিরুল মাহফিলের প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে আলমডাঙ্গার বড় মসজিদে এ প্রস্তুতি সভায় আয়োজন করা হয়। আগামী ২৮ নভেম্বর আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। প্রধান বক্তা ছিলেন যুব ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ নুর মোহম্মদ হোসাইন টিপু।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক বিলাল হোসাইন, কালিদাসপুর আমির আশাদুল হক, ডাউকি সজিবুর রহমান, জামজামির আমির ফজলুল হক, উপজেলা প্রচার বিভাগ ও বেলগাছি ইউনিয়ন সভাপতি মো. আমান উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের রবিউল ইসলাম, আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বডিংয়ের প্রধান শিক্ষক হাফেজ জুনায়েদ সিদ্দিক ও সহকারী শিক্ষক আল ইমরান, কালিদাসপুর ইউনিয়ন সেক্রেটারি সাদ্দাম হোসেন প্রমুখ।