দর্শনায় দৈনিক সময়ের সমীকরণ-এর ১০ম বর্ষে পদার্পণ উদ্যাপন
দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান
- আপলোড টাইম : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
দর্শনায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ বর্ষে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা ব্যুরো অফিসের আয়োজনে দর্শনা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তিনি দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সকল সাংবাদিক ও কলাকৌশলীদের শুভেচ্ছা জানিয়ে দেশ ও মানুষের জন্য সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘অন্যায়কারী ও দেশ বিরোধীদের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরতে হবে। সে আমার দলের হলেও ছাড় দেবেন না। আমিও যদি কোনো ভুল করি, তাহলেও লিখবেন। আমাদের ভুল ধরিয়ে দেবেন। আমি আমার গ্রামকে যেমন মায়ের মতো ভালোবাসি, তেমনি দর্শনা শহর ও দেশকে ভালোবাসি। তাই বলব, আসুন আমরা রাজনৈতিক দল, সাংবাদিকসহ দেশের সকল ধর্ম বর্ণ ও ছাত্র-জনতাকে নিয়ে একটি সুখী, সুন্দর সমৃদ্ধিশালী রাষ্ট্র গড়ে তুলি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আর কে লিটন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি এফ এ আলমগীর, মাহমুদ হাসান রনি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহ-সম্পাদক ও ব্যুরো প্রধান আওয়াল হোসেন, সহকারী ব্যুরো প্রধান ওয়াসিম রয়েল, দৈনিক আকাশ খবর পত্রিকার সহকারী ব্যুরো প্রধান ইমতিয়াজ রয়েল, দর্শনা প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক রাজিব মল্লিক, বিক্রয় প্রতিনিধি নাসীর উদ্দিন ও হারুন অর রশিদ হিরোন।