শিরোনাম:
মেহেরপুরে ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
মেহেরপুরে ২৫ বোতল ফেনসিডিলসহ আব্দুল আউয়াল (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আব্দুল আউয়াল মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের কলোনি পাড়ার মৃত নিয়ামত শেখের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি মেজবাউদ্দিন জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি কলেজের রাস্তা সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই উত্তম কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ আব্দুল আউয়ালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগ :