মেহেরপুর আমন ধান সংগ্রহের জন্য কৃষক অ্যাপে রেজিস্ট্রেশন ও প্রচার অভিযান শুরু
- আপলোড টাইম : ০৮:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আমন ধান সংগ্রহের উদ্দেশ্যে কৃষকদের অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযান পরিচালিত হয়। এসময় তিনি ন্যায্য মূল্যে সরকারের কাছে ধান বিক্রির জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। প্রচার অভিযান শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চলিত আমন মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান সরকার সংগ্রহ করছে। একজন কৃষক নিজেই গুগল প্লে স্টোর থেকে কৃষকের অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে আগে আগে সংগ্রহের ভিত্তিতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রসঙ্গত, এই মৌসুমে সরকার কৃষকদের নিকট ৩৩ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে সরকার। সেই হিসাবে প্রতি মণ আমন ধান একজন কৃষক ১ হাজার ৩২০ টাকা করে পাবেন।