২০ বোতল ভারতীয় মদসহ একজন আটক
- আপলোড টাইম : ০৭:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় সেলিম গাজী (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন কোর্ট মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার নিকট থেকে ২০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার। আটককৃত আসামি দর্শনা থানাধীন বিষ্ণপুর গ্রামের ফজলু হক গাজীর ছেলে। গতকাল জেলা গোয়েন্দা শাখা (ডিনি) পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় জেলা পুলিশ একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা কোর্ট মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন তথ্যের ভিত্তিতে পাওয়া সন্দেহভাজন সেলিম গাজীকে আটক করা হলে তার নিকট থেকে ২০ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ হয়। এদিকে, গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।