ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয় লোকারণ্য

জেলা বিএনপির সম্পাদকের দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা জানালেন আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষকসহ নেতা-কর্মীবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর বাসভবন এবং বিকেল থেকে রাত পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গায় বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত শরীফুজ্জামান শরীফ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দ তার প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন। গত শনিবার রাতে জেলা বিএনপির কাউন্সিলের ফলাফল ঘোষণার পর থেকে নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। এরপর রোববার এবং সোমবার সকাল থেকেও গভীর রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা এবং জেলা পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অব্যহতভাবে তাঁকে শুভেচ্ছা জানান।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক মো. আহসান আলীসহ আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যবৃন্দ। জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়াত হোসেন আসলামের পরিচালনায় শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, আইনজীবী ফোরামের অ্যাড. সিরাজুল ইসলাম, পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, বিশেষ পিপি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, আইনজীবী ফোরামের নেতা আ স ম আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নবনির্বাচিত কমিটির আইনজীবী নেতাদেরকেও শরীফুজ্জামান শরীফ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা প্রদানকালে শরীফুজ্জামান শরীফ আইনজীবী নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় কার্যক্রমের উন্নয়ন, জনগণের সেবায় আরও কার্যকরি ভূমিকা রাখতে আইনজীবী নেতাদের প্রতি আহ্বান জানান। এছাড়াও গতকাল বিকেলে শরীফুজ্জামান শরীফের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা অগ্রণী ব্যাংক কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতাকর্মীবৃন্দ।

বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা জানান, গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শরীফুজ্জামান শরীফের বাসভবনে উপস্থিত হতে থাকেন। স্থানীয় শিক্ষক, সমাজকর্মীরাও তাকে অভিনন্দন জানাতে আসেন। দুপুরের পর জেলা আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরাম, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, স্থানীয় ইউনিটের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা জেলা বিএনপির কার্যালয়ে এসে তাকে শুভেচ্ছা জানান।

এসময় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ। চুয়াডাঙ্গার জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সকল স্তরের নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গায় বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।’ এসময় শরীফুজ্জামান আরও বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে আমরা কাজ করে চলেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয় লোকারণ্য

জেলা বিএনপির সম্পাদকের দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা জানালেন আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষকসহ নেতা-কর্মীবৃন্দ

আপলোড টাইম : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর বাসভবন এবং বিকেল থেকে রাত পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গায় বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত শরীফুজ্জামান শরীফ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দ তার প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন। গত শনিবার রাতে জেলা বিএনপির কাউন্সিলের ফলাফল ঘোষণার পর থেকে নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। এরপর রোববার এবং সোমবার সকাল থেকেও গভীর রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা এবং জেলা পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অব্যহতভাবে তাঁকে শুভেচ্ছা জানান।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক মো. আহসান আলীসহ আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যবৃন্দ। জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়াত হোসেন আসলামের পরিচালনায় শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, আইনজীবী ফোরামের অ্যাড. সিরাজুল ইসলাম, পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, বিশেষ পিপি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, আইনজীবী ফোরামের নেতা আ স ম আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নবনির্বাচিত কমিটির আইনজীবী নেতাদেরকেও শরীফুজ্জামান শরীফ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা প্রদানকালে শরীফুজ্জামান শরীফ আইনজীবী নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় কার্যক্রমের উন্নয়ন, জনগণের সেবায় আরও কার্যকরি ভূমিকা রাখতে আইনজীবী নেতাদের প্রতি আহ্বান জানান। এছাড়াও গতকাল বিকেলে শরীফুজ্জামান শরীফের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা অগ্রণী ব্যাংক কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতাকর্মীবৃন্দ।

বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা জানান, গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শরীফুজ্জামান শরীফের বাসভবনে উপস্থিত হতে থাকেন। স্থানীয় শিক্ষক, সমাজকর্মীরাও তাকে অভিনন্দন জানাতে আসেন। দুপুরের পর জেলা আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরাম, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, স্থানীয় ইউনিটের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা জেলা বিএনপির কার্যালয়ে এসে তাকে শুভেচ্ছা জানান।

এসময় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ। চুয়াডাঙ্গার জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সকল স্তরের নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গায় বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।’ এসময় শরীফুজ্জামান আরও বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে আমরা কাজ করে চলেছি।’