ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত; তাপমাত্রা নামল ১৪.২ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার প্রকৃতীতে শীত জেঁকে বসছে। প্রতিদিনই কমে আসছে তাপমাত্রার পারদ। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ডিগ্রি ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নভেম্বর মাসজুড়ে আবহাওয়া এমনই থাকবে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গত সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগেরদিন রোববার ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, গত ১৭ নভেম্বর এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১৮ নভেম্বর তাপমাত্রা আরো ১ দশমিক ৬ ডিগ্রি কমে দাঁড়ায় ১৪ দশমিব ২ ডিগ্রি সেলসিয়াসে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বেশ শীত অনুভূত হচ্ছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে। ২৮ নভেম্বর সাগরে নিম্মচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের এ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময় তাপমাত্রা আবার বাড়বে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ১ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করে শীত অনুভূত হবে।
এদিকে, দিনের বেলা খুব একটা ঠান্ডা অনুভূত না হলেও বিকেলের পর থেকেই শীত বাড়ছে। যা সকালে রোদ ওঠা পর্যন্ত স্থায়ী হচ্ছে। এতে করে ভোরে মাঠে বা ইটভাটার শ্রমিকেরা বিপাকে পড়েছেন। এই ঠান্ডায় তারা সময় মতো কাজে যেতে পারছেন না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত; তাপমাত্রা নামল ১৪.২ ডিগ্রিতে

আপলোড টাইম : ০৭:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার প্রকৃতীতে শীত জেঁকে বসছে। প্রতিদিনই কমে আসছে তাপমাত্রার পারদ। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ডিগ্রি ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নভেম্বর মাসজুড়ে আবহাওয়া এমনই থাকবে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গত সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগেরদিন রোববার ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, গত ১৭ নভেম্বর এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১৮ নভেম্বর তাপমাত্রা আরো ১ দশমিক ৬ ডিগ্রি কমে দাঁড়ায় ১৪ দশমিব ২ ডিগ্রি সেলসিয়াসে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বেশ শীত অনুভূত হচ্ছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে। ২৮ নভেম্বর সাগরে নিম্মচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের এ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময় তাপমাত্রা আবার বাড়বে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ১ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করে শীত অনুভূত হবে।
এদিকে, দিনের বেলা খুব একটা ঠান্ডা অনুভূত না হলেও বিকেলের পর থেকেই শীত বাড়ছে। যা সকালে রোদ ওঠা পর্যন্ত স্থায়ী হচ্ছে। এতে করে ভোরে মাঠে বা ইটভাটার শ্রমিকেরা বিপাকে পড়েছেন। এই ঠান্ডায় তারা সময় মতো কাজে যেতে পারছেন না।