পাঁচকমলাপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে স্বস্ত্রীক সময় কাটালেন শরীফুজ্জামান
সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে পিতা—মাতার কবর জিয়ারত
- আপলোড টাইম : ০১:২১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসায় (পূর্বের নাম: পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদরাসা) পিতা—মাতার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ। তিনি সদ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরে পিতার প্রতিষ্ঠিত মাদরাসায় উপস্থিত হয়ে প্রয়াত পিতা—মাতার কবর জিয়ারত করেন তিনি। এরপর স্বস্ত্রীক শরীফুজ্জামান শরীফ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এবং মাদরাসার শিক্ষকদের সঙ্গে মাদরাসার উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এসময় শরীফুজ্জামান শরীফ মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষা হচ্ছে মানুষের উন্নতির মূল চাবিকাঠি। আমাদের সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। একই সঙ্গে লেখাপড়ায় মনোযোগী হয়ে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ তবে। এবং বাকি জীবন দশের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে।’
জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম জানান, ‘শরীফুজ্জামান শরীফ ভাই তার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে সবসময় অংশগ্রহণ করেন। জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আজ (গতকাল) তিনি বাবা—মায়ের কবর জিয়ারত করেন। এবং স্বস্ত্রীক মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান।’ এসময় শরীফুজ্জামান শরীফের সঙ্গে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ স্বরাজ ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।