দর্শনায় নুরানি কিন্ডার গার্টেনে শিশু শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ
- আপলোড টাইম : ০১:২০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
দর্শনার মোহাম্মদপুর নুরানি কিন্ডার গার্টেন মাদ্রাসায় শিশু শিক্ষা প্রদর্শনী, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুল মালেক। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন দর্শনা ডিএস সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দিন, দর্শনা থানা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক ও টাঙ্গাইল ইকরা নুরানি বোর্ডের প্রশিক্ষক মাওলানা জিল্লুর রহমান। কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মাওলানা আকছাদ আলীর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা বায়জিদ হোসাইন, মুফতি আবুল বাসার, সজিব। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা ইকরামুল হক, মাওলানা নুরুজ্জামান, হাফেজ মজিবুল হক, ডালিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রত্যেক অভিভাবকই হোম টিচার। তাই আপনাদের দায়িত্ব সন্তানদের সঠিক দেখভাল করার পাশাপাশি নিয়মিত পড়তে বসানো এবং মাদ্রাসায় পাঠানো। মনে রাখতে হবে শুধু শিক্ষকই নয়, একজন আদর্শবান শিক্ষার্থী গড়ে তুলতে অভিভাবকের ভূমিকা অপরিসীম।