চাকরি জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গায় নকল নবিশদের আমরণ অনশন
কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে সেবাগ্রহীতারা
- আপলোড টাইম : ০১:১৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় র্কমসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সাব—রেজিস্ট্রার কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ। চুয়াডাঙ্গা সদর সাব—রেজিস্টার অফিসের সামনে নকল নবিশরা মাথায় সাদা কাপড় বেধে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গত রোববার থেকে শুরু করা কর্মসূচি গতকাল সোমবারও অব্যহত ছিল।
এদিকে, নকল নবিশদের অনশনের কারণে সেবা গ্রহীতাদের বিভিন্ন ধরণের ভোগান্তি হচ্ছে। নকল না পাওয়ায় তারা জমির দলিল বা অন্যান্য কাগজপত্রের কপি সংগ্রহ করতে পারছেন না, ফলে মালিকানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হচ্ছে। ব্যবসায়িক লেনদেন বা ঋণ গ্রহণে বাধা পাচ্ছেন, এবং আইনি প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। এতে তারা অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন এবং মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন।
বাংলাদেশ এক্সট্রা—মোহরার (নকল নবিশ) অ্যাসাসিয়েশন চুয়াডাঙ্গার সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘আমরা নকল নবিশরা দীর্ঘদিন ধরে আমাদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। তবে এই দাবি বাস্তবায়নে আমরা আজও কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি। কাজের সাথে যুক্ত রাজস্ব থেকে সরকার প্রতি জমির দলিলের এক পৃষ্ঠা বালাম লেখার জন্য ৪০ টাকা আদায় করে, কিন্তু আমাদেরকে দেওয়া হয় মাত্র ২৪ টাকা। এই অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি আমাদেরকে আরও অবহেলিত করেছে। আমাদের দাবি, যেহেতু আমরা সরকারের জন্য কাজ করি, আমাদের চাকরি জাতীয়করণ করা হোক এবং আমাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হোক।’
তিনি আরও বলেন, ‘আমরা সারা দেশে ৫১৬টি সাব—রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশরা একত্রিত হয়ে এই দাবির পক্ষে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের অধিকার নিশ্চিত করা এবং জাতির প্রতি আমাদের অবদানের সঠিক মূল্যায়ন। সরকারের উচিত আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের জন্য একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা।