শিরোনাম:
জামায়াতের মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিটে নতুন কমিটি
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ১২:৫৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি, জেলা নায়েবে আমিরসহ উপজেলা ও পৌর আমিরদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার তাদের নাম ঘোষণা করা হয়। জেলা সেক্রেটারি হিসেবে মো. ইকবাল হুসাইন, নায়েবে আমির হিসেবে মাহাবুবুল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম এবং মেহেরপুর পৌর আমির সোহেল রাবা ডলার নির্বাচিত হয়েছেন।
গত ১২ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার মজলিশ ও শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার ১ হাজার ৪৩ জন রুকন গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির হিসেবে মাওলানা তাজ উদ্দিন খানের নাম ঘোষণা করা হয়।
ট্যাগ :