জীবননগরে মেসার্স নিশান ট্রেডার্সে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তার অভিযান
নকল ও অস্বাস্থ্যকর শিশুখাদ্য তৈরি, দেড় লাখ টাকা জরিমানা
- আপলোড টাইম : ১২:৫৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
জীবননগরে সতর্ক করার সত্ত্বেও নকল, ভেজাল, ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ, মেয়াদ এবং মূল্য লেখা বিহীন পণ্য বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতা করেন ছাত্র প্রতিনিধি মো. মুশফিকুর রহিম ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
সজল আহম্মেদ জানান, জীবননগর বিজিবি ক্যাম্পের সামনে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে আগে সতর্ক করা হয়েছিল। আজ সেখানে তদারকিতে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ—মূল্য লেখা বিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
সজল আহম্মেদ বলেন, তারা অননুমোদিত নিম্নমানের নকল, ভেজাল ও ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, প্লাস্টিকের খেলনাযুক্ত চিপস ও শিশুখাদ্য, মেয়াদ—মূল্য লেখাবিহীন ও বেনামি পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করেছেন। পরে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রি, ভাউচার সংরক্ষণ ও মূল্য—তালিকা প্রদর্শন করতে বলা হয়। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।