দামুড়হুদায় প্রতিবন্ধীর অধিকার প্রচারণামূলক মতবিনিময় সভা
- আপলোড টাইম : ১২:৩৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তকরণ প্রচারণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ‘কারিতাস বাংলাদেশ’ এনজিওর বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বতি উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিডিবির প্রকল্পের কার্পাসডাঙ্গা ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি সুধিন সরকার। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সহসভাপতি মোজাম্মেল শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিডিবির প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল।