দামুড়হুদায় বিনা মূল্যে খামারীদের মাঝে পাঠা বিতরণ
- আপলোড টাইম : ১২:৩৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও স¤প্রসারণে খামারীদের মাঝে পাঠা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে ওয়েভ ফাউন্ডেশনের গো—গ্রীন সেন্টার ১২ জন ছাগল খামারীর মাঝে বিনা মূল্যে পাঁঠা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ—পরিচালক জহির রায়হান।
অতিথির বক্তব্য দেন এসিডিআই ভোকার চুয়াডাঙ্গার কো—অর্ডিনেটর আরজিনা আক্তার বানু, স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধ ও টেকনিক্যাল অফিসার ঈসা জাকারিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন এসিডিআই ভোকা প্রকল্পের সমন্বয়কারী সোহরাওয়ার্দী শুভ। অনুষ্ঠানে আলমডাঙ্গার পারদূর্গাপুরের ৪ জন, দামুড়হুদা উপজেলার দেউলি ও দশমীর ৩ জন, চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট, সরিষাডাঙ্গা ও সরোজগঞ্জের ৫ জনসহ ১২ জন খামারীর মাঝে পাঠা বিতরণ করা হয়।