মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত
- আপলোড টাইম : ০৯:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে কোটচাঁদপুর বিদ্যাধরপুর সড়কের আলামপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের ওয়ারিস ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, রোববার বিকেলে নুরুল ইসলাম মালাধরপুর গ্রাম থেকে বাইসাইকেলযোগে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক তাকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যাওয়ার কারণে কাউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ফয়েজ আহম্মেদ।