গাংনীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন
- আপলোড টাইম : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে স্থায়ীভাবে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন করা হয়। ধানখোলা ইউনিয়নবাসী আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান আখের।
এর আগে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, যুবদল নেতা মুনশাদ আলী প্রমুখ।
বক্তারা ধানখোলা ইউপি চেয়ারম্যানসহ সকল চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে বলেন, যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পুনরায় ইউনিয়ন পরিষদে যোগদান করার চেষ্টা করেন ও উপজেলা নির্বাহী অফিসার যদি তাদের যোগদানের ক্ষেত্রে সহযোগিতা করেন এবং যোগদানের পর যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে তার দায়ভার উপজেলা নির্বাহী অফিসারকে নিতে হবে। এসময় তারা ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে স্থায়ীভাবে অপসারণসহ গ্রেপ্তারের দাবি জানান।