শিরোনাম:
মেহেরপুরে সিগারেটের বিজ্ঞাপন সামগ্রী রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের সেল সেন্টারে প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন মেহেরপুর কলেজ মোড়, ওয়াপদা মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত কলেজ সড়কের ফরিদ স্টোর, ওয়াপদা সড়কে বাবুল স্টোরসহ চারটি দোকানে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের সেল সেন্টারে প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধারায় ৮০০ টাকা জরিমানা করেন। সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।
ট্যাগ :