পাবনা থেকে চুরি হওয়া ট্রাক চুয়াডাঙ্গার বেগমপুর থেকে উদ্ধার
আন্তঃজেলা ট্রাক চোরচক্রের হোতা রিয়াজ আটক
- আপলোড টাইম : ০৯:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে পাবনা দাসুরিয়া থেকে চুরি হওয়া ট্রাকসহ আন্তঃজেলা ট্রাক চোর সিন্ডিকেটের হোতা রিদয় ওরফে রিয়াজকে (২৭) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হলেও তার সাথে থাকা দর্শনার আকন্দবাড়িয়ার নতুনপাড়ার সাইদ নামের একজন পালিয়ে যান। রিয়াজ দর্শনা মহাম্মদপুরের শফি মিস্ত্রীর ছেলে।
জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাবনা জেলার দাসুরিয়া এলাকা থেকে গোলাপ মালিথার ছেলে বাচ্চু মালিথার একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট-২০-৮০৩১) চুরি হয়ে যায়। ট্রাক চুরির ঘণ্টা খানেক পর ট্রাকটির সন্ধান চালাতে থাকে মালিক পক্ষ। ওই রাতে ট্রাকটির কোনো হদিস না পেয়ে রোববার ভোরে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারের মোবাইল ব্যবসায়ী রাসেল হোসেনকে বিষয়টি জানান। সকাল থেকে রাসেল চুরি হওয়া ট্রাকটির সন্ধান চালাতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানতে পারেন বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে একটি ট্রাক পড়ে আছে।
রাসেলসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রেজিস্ট্রেশন নম্বর দেখে বুঝতে পারেন এটাই সেই চুরি হওয়া ট্রাক। এসময় ট্রাকটির চাকা খোলার প্রস্তুতি নিচ্ছিল চোর রিয়াজ। লোকজন দেখে রিয়াজ পাশে বেগমপুর বাঁওড়ে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটক করে।
আটক রিয়াজ জানান, ট্রাক চুরির সাথে আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়ার সাইদ জড়িত। পরে স্থানীয় জনতা দর্শনা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে এবং ট্রাকটি জব্দ করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।