ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে মধ্যবয়সীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহরের সাতভাই পুকুরপাড়ায় হুসাইন মো. কবির (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর থানা পুলিশ তার নিজ ঘর থেকে গামছায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে। হুসাইন মো. কবির ঝিনাইদহ পৌর শহরের ট’বাজার এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তবে দীর্ঘ ১৫ বছর ধরে কর্মসূত্রে তিনি চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুরপাড়ার শ্বশুড়বাড়ি সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় তারা কবিরের স্ত্রীর চিৎকার শুনতে পান। পরে তারা জানতে পারেন কবির নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

হুসাইন মো. কবিরের শ্বশুর জানান, গতকাল সকালে একসঙ্গে খাবার খাওয়ার সময় শেষবার তাদের দেখা হয়েছিল। বিকেলে তাঁর মেয়ে এনজিও থেকে বাড়ি ফিরলে অন্য দিনের ন্যায় কবিরের ঘর দরজা বন্ধ অবস্থায় দেখেন। কয়েকবার ডাকাডাকি করলেও দরজা না খোলায় তিনি মোবাইলে কল দেন। এসময় কল বাজলেও কোনো সাড়া না পেয়ে জানালায় দিয়ে ভেতরে তাকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কবিরের স্ত্রী লিজা হুসাইন বলেন, ‘দুপুর দুইটার দিকে আমি মেজ মেয়ে রোজাকে নিয়ে এনজিওতে চলে যায়। যাওয়ার সময় রোজার বাবা ওর দোকানেই ছিল। বিকেলে বাড়ি ফিরলে ওর (কবির) ঘর দরজা বন্ধ অবস্থায় দেখি। ঘুমাচ্ছে ভেবে তাকে ডাকিনি। কিন্তু সন্ধ্যায় হলেও তারা কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিই। পরে জানালা দিয়ে ভেতরে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’ লিজা আরও বলেন, ‘দুপুর পর্যন্ত সব ঠিক ছিল। সে কেন আত্মহত্যা করলো, তা বুঝে উঠতে পারছি না।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তে জন্য লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে মধ্যবয়সীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহরের সাতভাই পুকুরপাড়ায় হুসাইন মো. কবির (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর থানা পুলিশ তার নিজ ঘর থেকে গামছায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে। হুসাইন মো. কবির ঝিনাইদহ পৌর শহরের ট’বাজার এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তবে দীর্ঘ ১৫ বছর ধরে কর্মসূত্রে তিনি চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুরপাড়ার শ্বশুড়বাড়ি সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় তারা কবিরের স্ত্রীর চিৎকার শুনতে পান। পরে তারা জানতে পারেন কবির নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

হুসাইন মো. কবিরের শ্বশুর জানান, গতকাল সকালে একসঙ্গে খাবার খাওয়ার সময় শেষবার তাদের দেখা হয়েছিল। বিকেলে তাঁর মেয়ে এনজিও থেকে বাড়ি ফিরলে অন্য দিনের ন্যায় কবিরের ঘর দরজা বন্ধ অবস্থায় দেখেন। কয়েকবার ডাকাডাকি করলেও দরজা না খোলায় তিনি মোবাইলে কল দেন। এসময় কল বাজলেও কোনো সাড়া না পেয়ে জানালায় দিয়ে ভেতরে তাকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কবিরের স্ত্রী লিজা হুসাইন বলেন, ‘দুপুর দুইটার দিকে আমি মেজ মেয়ে রোজাকে নিয়ে এনজিওতে চলে যায়। যাওয়ার সময় রোজার বাবা ওর দোকানেই ছিল। বিকেলে বাড়ি ফিরলে ওর (কবির) ঘর দরজা বন্ধ অবস্থায় দেখি। ঘুমাচ্ছে ভেবে তাকে ডাকিনি। কিন্তু সন্ধ্যায় হলেও তারা কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিই। পরে জানালা দিয়ে ভেতরে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’ লিজা আরও বলেন, ‘দুপুর পর্যন্ত সব ঠিক ছিল। সে কেন আত্মহত্যা করলো, তা বুঝে উঠতে পারছি না।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তে জন্য লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’