সিইসি ও চার কমিশনারের শপথ ও দায়িত্ব গ্রহণ
- আপলোড টাইম : ০৯:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। তাদের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। গতকাল রোববার দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব নিয়েই ‘ভালো নির্বাচনের’ প্রতিশ্রুতি দিয়েছেন এ এম এম নাসির উদ্দীন। বলেছেন, ‘আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহিহ। আমি কনফিডেন্টলি বলতে পারি, ভালো নির্বাচন হবে।’ গতকাল দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর সাংবাদিকদের সামনে হাজির হয়ে সিইসি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের সহযোগিতা কামনা করেন।
শপথ নিয়ে গতকালই নির্বাচন কমিশনে যান সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার। বেলা ৩টার দিকে তারা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান। এসময় সিইসিসহ অন্য কমিশনারদের ফুল দিয়ে বরণ করে নেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরপর তারা ইসিতে দুপুরের খাবার গ্রহণ করেন। পরে তারা নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সিইসি ও চার কমিশনারের শপথ :
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান তিনি। চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রথমে সিইসি শপথ গ্রহণ করেন। এরপর চার কমিশনার শপথ নেন। এর আগে দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টে আসেন নতুন নিয়োগ পাওয়া সিইসি ও কমিশনাররা।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার সময় মূল ভবনের প্রবেশপথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনাররা তাঁর সঙ্গে ছিলেন।
সিইসি বলেন, শপথের সম্মানটা রাখতে চাই। আমি এটাকে নিজের জীবনের বড় অপরচুনিটি হিসেবে দেখছি, এই দায়িত্বটাকে। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে। অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোয় এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদের একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সর্বোচ্চটুকু করব।