জীবননগর মনোহরপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমির রুহুল আমিন
টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না- আপলোড টাইম : ১১:১৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমির রবিউর ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ বছরে জামায়াতে ইসলামী হাজারো জুলুমের শিকার হয়েছে, তবুও তাদের আদর্শ থেকে একচুলও বিচ্যুত হয়নি। শুধু দুনিয়ায় নয়, আখেরাতের শান্তির জন্য জামায়াতের কর্মীরা কাজ করে। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, তাদের টাকা দিয়ে কেনা যায় না। টাকা নেই তবুও টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না।
তিনি আরও বলেন, কলিজায় আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত কারো প্রতি প্রতিশোধ নেয়নি, নিবে না। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল মহসিন সামেন, সেক্রেটারি সাগর হোসেন ও জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি হাফেজ বিল্লাল হোসেন, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল ওয়াহেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, জীবননগর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হারুন আর রশীদ, বাঁকা ইউনিয়ন আমীর মাওলানা মফিজুর রহমান, হাসাদাহ ইউনিয়ন আমির কামাল উদ্দিন, কেডিকে ইউনিয়ন আমির আব্দুর রহমান, রায়পুর ইউনিয়ন আমির আমির হামজা, উথলী ইউনিয়ন আমীর নুরুল হুদা, জামায়াত নেতা হাফেজ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।