ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

হরিণাকুণ্ডুতে রাতের আধারে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর মাঝপাড়া গ্রামে মোহাম্মদ হাসানুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল, সেলাই মেশিন ও কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।

জানা যায়, গত শুক্রবার রাতে ওই গ্রাম থেকে রবিউল মন্ডল নামের এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে হরিণাকুণ্ডু থানা-পুলিশ। এরপর ওই বাড়ি থেকে নাটোরের বড়াইগ্রাম থানার অপহরণ মামলার এক আসামি গ্রেপ্তার ও এক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনার জের ধরে রবিউলের পরিবারের সদস্যরা এবং তাদের সমর্থক গ্রামের পারুল মন্ডল ও মাসুদ পার্শ্ববর্তী বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামানের বাড়িতে হামলা করে ভাঙচুর করে। পরবর্তীতে বিষয়টি প্রকাশ করলে আবারও হামলার ভয় দেখিয়ে বেরিয়ে আসে হামলাকারীরা।

এদিকে ভুক্তভোগী মোহাম্মদ হাসানুজ্জামানের স্ত্রী সোনিয়া খাতুন অভিযোগ করে বলেন, তাদের জমির পাশের তিনটি মেহগনি গাছ প্রায় ১৬ দিন আগে কাটা হয়েছিল। পরে এই কাটা গাছ আনতে গেলে মোহাম্মদ হাসানুজ্জামানকে বাধা দেয় রবিউল মন্ডল, পারুল মন্ডল, মাসুদ পাতাসহ আরো অনেকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাঁদা না পেয়ে রাতে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও দাবি তার।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, হামলার ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে রাতের আধারে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

আপলোড টাইম : ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর মাঝপাড়া গ্রামে মোহাম্মদ হাসানুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল, সেলাই মেশিন ও কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।

জানা যায়, গত শুক্রবার রাতে ওই গ্রাম থেকে রবিউল মন্ডল নামের এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে হরিণাকুণ্ডু থানা-পুলিশ। এরপর ওই বাড়ি থেকে নাটোরের বড়াইগ্রাম থানার অপহরণ মামলার এক আসামি গ্রেপ্তার ও এক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনার জের ধরে রবিউলের পরিবারের সদস্যরা এবং তাদের সমর্থক গ্রামের পারুল মন্ডল ও মাসুদ পার্শ্ববর্তী বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামানের বাড়িতে হামলা করে ভাঙচুর করে। পরবর্তীতে বিষয়টি প্রকাশ করলে আবারও হামলার ভয় দেখিয়ে বেরিয়ে আসে হামলাকারীরা।

এদিকে ভুক্তভোগী মোহাম্মদ হাসানুজ্জামানের স্ত্রী সোনিয়া খাতুন অভিযোগ করে বলেন, তাদের জমির পাশের তিনটি মেহগনি গাছ প্রায় ১৬ দিন আগে কাটা হয়েছিল। পরে এই কাটা গাছ আনতে গেলে মোহাম্মদ হাসানুজ্জামানকে বাধা দেয় রবিউল মন্ডল, পারুল মন্ডল, মাসুদ পাতাসহ আরো অনেকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাঁদা না পেয়ে রাতে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও দাবি তার।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, হামলার ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।