ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আপলোড টাইম : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৪৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পেশায় ট্রাক ড্রাইভার আল আমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামুনদাহ গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এসময় মাগুরার কেচুয়াডুবি গ্রামের আসাদ মোল্লা নামে এক ব্যক্তি আহত হন। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ^াস এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাককে মুখোমুখি সাজরে আঘাত করলে ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার আসাদ মোল্লা আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আল আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঝিনাইদহ-মাগুরা সড়কে সাময়িকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এক ঘণ্টা চেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সমর্থ হয়। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক হাইওয়ে পুলিশ আটক করেছে।