গাংনীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপলোড টাইম : ১১:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা ও গরীবপুরের প্রয়াত বিএনপি নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সহড়াতলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষক একরামুল হক। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ও ফারুক হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রয়াত বিএনপি নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহড়াতলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম গোলাম কিবরিয়া।