চুয়াডাঙ্গায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে শহরজুড়ে লোকারণ্য
ছোট বড় র্যালিতে নেতা-কর্মীদের স্লোগানে মুখর- আপলোড টাইম : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন-২০২৪ ঘিরে পুরো শহরে নেতা-কর্মীদের ঢল নেমেছিল। জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী সকাল থেকেই শহরের টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণে জড়ো হন। তবে ডেলিগেট ও কাউন্সিলর কার্ডধারী ব্যতীত কোনো নেতা-কর্মীই সম্মেলনস্থলে প্রবেশ করতে পারেননি। এই সীমাবদ্ধতা সত্ত্বেও বিপুলসংখ্যক নেতা-কর্মী মাঠের আশপাশের সড়ক, অলিগলি ও চতুর্দিক পূর্ণ করে ফেলে। যা দীর্ঘদিন পর রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে এমন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
সম্মেলনের কারণে শহরের বড় বাজার থেকে রেল বাজার, কোর্ট মোড় থেকে কবরী রোড, এবং সম্মেলনস্থল টাউন ফুটবল মাঠের চারপাশের এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। সকাল থেকে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি যেন দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত করে শহরটিকে। নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। ছোট বড় বিভিন্ন র্যালিতে নেতা-কর্মীরা দলীয় স্লোগানে মুখরিত হয়ে সম্মেলনস্থলে আসতে থাকেন।
এদিকে, ডেলিগেট ও কাউন্সিলরবৃন্দ ব্যতীত অন্য নেতাদের সম্মেলনস্থলে প্রবেশাধিকার না থাকলেও মাঠের বাইরে থাকা নেতা-কর্মীরা বড় স্ক্রিনের মাধ্যমে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। মাঠের বাইরেসহ শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতা-কর্মীরাও যেন তাদের প্রিয় নেতাদের বক্তব্য শুনতে পান, এ জন্য সম্মেলনস্থলের নিকটবর্তী বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থাও করা হয় পূর্ব থেকেই।
এদিকে, সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারকে রহমান ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বশরীরে উপস্থিত থাকার বিষয়ে আগে থেকেই জানতে পারাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অনুপ্রেরণামূলক বক্তব্য, নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এসময় সম্মেলন মাঠ ছাপিয়ে মাঠের বাইরে থেকে শোনা যায়, ‘জিয়ার সৈনিক এক হও’সহ বিভিন্ন স্লোগান।