ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে হঠাৎ বেগম খালেদা জিয়া!

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে জেলা বিএনপির সম্মেলন। গতকাল শনিবার শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, সম্মেলনস্থলে সকলের আলোচনায় যুক্ত হয়েছিল ৭ বছর বয়সী সামিয়া নামের এক শিশু। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো সাজে হঠাৎ সম্মেলনে উপস্থিত হয়ে সে সবার দৃষ্টি আকর্ষণ করে।সামিয়ার এই উপস্থিতি অনেককেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। তার সাজসজ্জা ছিল হুবহু বেগম খালেদা জিয়ার অনুকরণে। সাদা শাড়ি, গলায় পুতির মালা এবং চোখে রঙিন চশমা তার সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। সম্মেলনস্থলে হাত নেড়ে হেঁটে বেড়ানোর সময় নেতা-কর্মীরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। সামিয়ার এই উপস্থিতি অনেককে খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বাধ্য করে। শিশু সামিয়া জানায়, তার বাবা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির একজন নেতা। বাবার ইচ্ছায় সে বেগম খালেদা জিয়ার অনুকরণে তাঁর মতো করেই সেজে সম্মেলনস্থলে এসেছে। সামিয়া আরও জানায়, সম্মেলনে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছে। যা তাকে অনেক আনন্দিত করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে হঠাৎ বেগম খালেদা জিয়া!

আপলোড টাইম : ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে জেলা বিএনপির সম্মেলন। গতকাল শনিবার শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, সম্মেলনস্থলে সকলের আলোচনায় যুক্ত হয়েছিল ৭ বছর বয়সী সামিয়া নামের এক শিশু। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো সাজে হঠাৎ সম্মেলনে উপস্থিত হয়ে সে সবার দৃষ্টি আকর্ষণ করে।সামিয়ার এই উপস্থিতি অনেককেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। তার সাজসজ্জা ছিল হুবহু বেগম খালেদা জিয়ার অনুকরণে। সাদা শাড়ি, গলায় পুতির মালা এবং চোখে রঙিন চশমা তার সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। সম্মেলনস্থলে হাত নেড়ে হেঁটে বেড়ানোর সময় নেতা-কর্মীরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। সামিয়ার এই উপস্থিতি অনেককে খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বাধ্য করে। শিশু সামিয়া জানায়, তার বাবা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির একজন নেতা। বাবার ইচ্ছায় সে বেগম খালেদা জিয়ার অনুকরণে তাঁর মতো করেই সেজে সম্মেলনস্থলে এসেছে। সামিয়া আরও জানায়, সম্মেলনে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছে। যা তাকে অনেক আনন্দিত করেছে।