মিছিল, বাদ্যযন্ত্র আর উল্লাসে মুখর সম্মেলন মাঠের চারপাশ
- আপলোড টাইম : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৩ বার পড়া হয়েছে
বিএনপির সম্মেলন ঘিরে মিছিল, বাদ্যযন্ত্রের তাল আর স্লোগানের গর্জনে মুখর হয়ে উঠেছিল চুয়াডাঙ্গার জেলার প্রাণকেন্দ্র। গতকাল শনিবার জেলার চার উপজেলা, পাঁচ থানা এবং সকল ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীদের ঢল সম্মেলনস্থলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ভ্যান থেকে শুরু করে মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনে নেতা-কর্মীরা দলবেঁধে শহরে প্রবেশ করেন। সম্মেলনস্থলের আশপাশে অতিরিক্ত জায়গা না থাকায় শহরের বিএডিসি, কলেজ গেইট, চাঁদমারি মাঠসহ আশপাশের ফাঁকা জায়গাগুলো এসব যানবাহন পার্কিং করে রাখা হয়।
গাড়ি থেকে নেমে ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নেতা-কর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলের দিকে অগ্রসর হন। এদিন সারাদিন হাজারো নেতা-কর্মী শহরের বিভিন্ন সড়কে দল বেঁঁধে পায়ে হেঁটে চলাচল করতেও দেখা যায়। এসময় তারা বাদ্যযন্ত্রের তালে তালে তুলেছিলেন বিভিন্ন স্লোগানের ঝড়। সকালে সম্মেলন মাঠে পৌঁছানোর আগেই নেতা-কর্মীরা নানা রঙের ব্যানার ও পতাকা উড়িয়ে তাদের উপস্থিতি জানান দেন। বাদ্যযন্ত্রের ছন্দে তাল মেলাতে দেখা গেছে তরুণদের পাশাপাশি বয়স্ক নেতাদেরও। মাঠের বাইরে অপেক্ষমাণ অনেক নেতা-কর্মীও মিছিল ও স্লোগানে যোগ দেন।
সকাল থেকে সম্মেলনস্থল অভিমুখী ও সম্মেলনের পরও ঘরমুখী মিছিলগুলো ছিল অত্যন্ত শৃঙ্খলিত। বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগতরা আলাদা আলাদা ব্যানার নিয়ে একযোগে স্লোগান দিতে দিতে এগিয়ে যান। তাদের কণ্ঠে বারবার উচ্চরিত হয় বিভিন্ন স্লোগান।
এদিকে, সম্মেলনস্থলের আশপাশের চা-স্টল ও খাবারের দোকানগুলো ছিল জমজমাট। দীর্ঘ ভ্রমণে ক্লান্ত নেতা-কর্মীরা সেখানে চা-পান ও খাবার খেয়ে নিজেদের প্রস্তুত করেন। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। যানজট এড়াতে দায়িত্বের সঙ্গে সারাদিন প্রতিটি সড়কে সরব ছিল ট্রাফিক পুলিশের সদস্যরাও।